শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মার্কার জরিপেও ১০০ ‍ফুটবলারের তালিকার শীর্ষে মেসি

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : একের পর এক রেকর্ড গড়ে ২০১৯ সালটা পার করলেন লিওনেল মেসি। কারণ ফিফা দ্য বেস্ট এবং ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কার  জিতেন তিনি। এছাড়া ২০১৯/২০ মৌসুমের পিচিচি ট্রফিও যায় তাঁর ঝুলিতে। এবার মার্কার শীর্ষ ১০০ ‍ফুটবলারের তালিকাতেও বিপুল ভোটে প্রথম হয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল তারকা।

২০১৯ সালের সেরা ফুটবলারের জরিপ চালায় স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’। জরিপ অনুযায়ী ৫৯ শতাংশ ভোট পেয়ে মার্কার তালিকার শীর্ষে অবস্থান করছেন বার্সেলোনার মেসি। মেসির পরেই আছেন রিয়াল মাদ্রিদের বেনজেমা। তিনি পেয়েছেন ১০ শতাংশ ভোট। আর তিনে আছেন লিভারপুলের ফন ডাইক। বেনজেমার চেয়ে ২ শতাংশ কম ভোট পেয়েছেন তিনি।

সেরা দশের বাকি তারকারা হলেন- ক্রিস্টিয়ানো রোনালদো (৭%), কিলিয়ান এমবাপ্পে (৬%), সাদিও মানে (৪%), ফ্রাঙ্কি ডি ইয়ং (২%), মোহামেদ সালাহ (২%), রহিম স্টার্লিং (১%) ও অ্যালিসন বেকার (১%)।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com