বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

খুলনায় আইসোলেশন ইউনিটে রোগীর মৃত্যু

জিটিবি নিউজঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক বৃদ্ধা মারা গেছেন। আজ রোববার ভোরে তিনি মারা যান। ওই ইউনিটের ফোকাল পারসন চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর বাড়ি খুলনা নগরের টুটপাড়া এলাকায়। তিনি কিডনি ও ডায়বেটিস রোগে ভুগছিলেন।

খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটের ফোকাল পারসন চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাত ৯ টার দিকে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে তিনি মারা যান। আগ থেকেই তাঁর কিডনি ও ডায়বেটিসের সমস্যা ছিল। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস আরও বলেন, এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মতো মারা গেছেন। তবে পরে নমুনা পরীক্ষায় তাঁদের কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূ্ত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত খুলনায় ১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন দুজন, একজন হাসপাতালে ও অন্যরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com