শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নেত্রকোণার মদনে কৃষি কর্মকর্তা বঙ্গবন্ধু জনপ্রশাসন-২০২২ পদক পেলেন

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা মদন উপজেলার কৃষি কর্মকর্তা উন্নয়ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পেলেন মদন উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

আজ ২৩ শে জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ উপলক্ষে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মন্ত্রী সভার সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে মদন উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডঃ আব্দুল মোমেন,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন,সমাজ কল্যান প্রতিমন্ত্রী আসরাফ উদ্দিন খান খসরু, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী স ম রেজাউল করিম।

পরে কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এ প্রতিনিধিকে জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার সাবেক জেলা প্রশাসক আব্দুর রহমান স্যারের দিক নির্দেশনায় খালিয়াজুড়ি উপজেলার পতিত জমি নিবিড় তত্ত্বাবধানে হাওর অঞ্চলে চাষের আওতায় এনে এ পদক প্রাপ্ত হয়। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল কর্মকর্তা কর্মচারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ অবদান রেখে অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু ও জনপ্রশাসন পদক ২০২২ পাওয়ায় মদন উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীসহ সচেতন মহলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com