বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

স্কুলের ভিতরে ছাত্রদের হাতে লাঞ্চিত শিক্ষক, করলেন ক্লাস বর্জন।

মজিবুর রহমান রনি ও নুর মোহাম্মদ পাটোয়ারী

হাজীগঞ্জে ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের স্কুলের ভিতরে ছাত্রদের হাতে লাঞ্চিত শিক্ষক, করলেন ক্লাস বর্জন।

মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী শ্রেণীকক্ষ থেকে বের হয়ে মাঠে স্কুলের প্রধান শিক্ষিক জোসনা বেগমেরকে স্কুলে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করে।

শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীকে বের হওয়ার সময় স্কুলের শিক্ষকরা বাঁধা দিলে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছনা শিকার হন শিক্ষকরা। এ ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক সকল শিক্ষক—শিক্ষিকারা শ্রেণী কার্যক্রম বর্জন করেন।

এবং শিক্ষার্থীদের এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত তারা শ্রেণী কার্যক্রম চালিয়ে যাবেন না বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, একটি মহলের উস্কানিতে হঠাৎ করে শিক্ষার্থীরা মাঠে নেমে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীদের এই বিশৃঙ্খলা ঠেকাতে কয়েকজন শিক্ষক তৎপর হলে তাদের লাঞ্চিত করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা বিক্ষোভে বের হতে চাইলে।

শ্রেনী শিক্ষক বাঁধা প্রদান করতে চাইলে শিক্ষকদের ধাক্কা দিয়ে শিক্ষার্থীরা মাঠে বের হয়ে যায়। এরপরই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে অবহিত করি।

স্থানীরা জানান, প্রধান শিক্ষক জোসনা আক্তার শিক্ষার্থীদের ব্যবহার করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করছেন।

যার ফলে আজকে শিক্ষার্থীদের হাতে শ্রেণি শিক্ষকরা লাঞ্চিত করেছেন।

এবিষয়ে প্রধান শিক্ষক জোসনা আক্তার বলেন : আমি ছুটিতে আছি, বিদ্যালয়ে কি হইছে আজ এ বিষয়ে কিছুই জানি না

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com