রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নমিনেশন পাওয়ার পর দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান..

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মাগুরা —১ থেকে মনোনয়ন পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে ২৯৮ আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে দলটি।

একই দিন আরেক দুঃসংবাদ পেলেন সাকিব। এবার নিলামের আগে সাকিবকে ছেড়ে দিয়েছে কেকেআর।

আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সাকিব।
যদিও সেবার ব্যাক্তিগত কারণে কোনো ম্যাচ খেলতে পারের নি তিনি।
এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
তাই পরবর্তী আসরে নতুন কোনো দলের হয়ে আইপিএলে দেখা যেতে পারে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

সাকিবের পাশাপাশি বাংলাদেশের আরেক তারকা লিটন কুমার দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। গত আসরে ফ্যাঞ্চাইজিটির হয়ে আইপিএল অভিষেক হয় লিটনের।

বাংলাদেশি এই ওপেনার একমাত্র ম্যাচে ৪ রান করে আউট হয়েছিলেন।

এরপর আর একাদশে সুযোগ মেলেনি তার।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ।

যাদেরকে ছেড়ে দিলো কলকাতা: টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, নারায়ণ জগদিসান, ডেভিড ভিসে, আর্য দেশাই, লিটন দাস, জনসন চার্লস, সাকিব আল হাসান। সূত্র:

বিভি/এমআর

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com