মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চিরিরবন্দরে আইএফডিসি’র উদ্যোগে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে চিরিরবন্দর উপজেলা সাতনালা ইউনিয়নের তারকশাহার হাট এলাকার কৃষি মাঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষিবিদ মো: মাহমুদুল হাসানের সভাপতিত্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: তোহিদুল ইকবাল। এতে বিশেষ অতিথি হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের  কৃষি বিশেষজ্ঞ (আইএফডিসি) ডা: শাহারুখ আহম্মেদ ও মৃত্তিকা বিজ্ঞানী মো: মাইনুল হাসান। স্বাগত বক্তব্য দেন সাতানালা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মোসলেম উদ্দিন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী। এ সময় প্রশিক্ষণে চিরিরবন্দর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো:শরিফুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ধীনেশ চন্দ্র রায়, উপ-সহকারী হামিদ শাহ্,খাদেমুল ইসলাম,উত্তম কুমার,শামীম হোসেন,রবিউল ইসলাম,সাতনালা ইউনিয়নের কৃষি ব্লকের ৩০ জন কৃষক কৃষাণী ও পাঁচজন খুচরা সার-বীজ ব্যবসায়ীসহ সর্বমোট ৩৫ জন কৃষক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com