মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ধামইরহাটে বাংলা নববর্ষ পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পালিত হয়েছে। গত ১৪ এপ্রিল সকাল ৮ টায় ১৪২৫ বঙ্গাব্দ উপলক্ষ্যে ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী “মঙ্গল শোভাযাত্রা” উপজেলা পরিষদ চত্বর হতে বাজার নিমতলী হয়ে আমাইতাড়া মোড় হয়ে শহীদ মিনার পাদদেশে মিলিত হয়। সরকারী সকল কর্মকর্তা-কর্মচারী, বেসরকারী সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় আড়ম্বরপূর্ণ র‌্যালী শেষে ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, আ’লীগ নেতা আজাহার আলী, আনম আফজাল, প্রধান শিক্ষক খেলাল রব্বানী, তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময়  ভাইসচেয়ারম্যান মাজেদা বেগম, কৃষি অফিসার সেলিম রেজা, বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক, যুবলীগ সভাপতি জাবিদহোসেন মৃদু, সম্পাদক সোহেল রানা, পৌর আ’লীগ  সভাপতি আ. মুকিত কল্লোল, সম্পাদক মুক্তাদিরুল হক, ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আল মামুন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, প্রেস ক্লাব সভাপতি এ মালেক, কেজি স্কুলের অধ্যক্ষ আ. বারিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com