শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কাছের বন্ধুদের জন্য ইনস্টাগ্রামের থ্রেডস

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সামাজিক যোগাযোগের সাইটে বন্ধু তালিকায় অনেকে থাকলেও সবাই ঘনিষ্ঠ নয়। ফলে দৈনন্দিন সব তথ্য সবার সঙ্গে বিনিময় করা আর হয়ে ওঠে না। আবার কোনো তথ্য নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদাভাবে পোস্ট করাও বেশ ঝামেলার। আর তাই ঘনিষ্ঠ বন্ধুদের বেশি তথ্য জানানোর সুযোগ দিতে নতুন মেসেজিং অ্যাপ ‘থ্রেডস’ এনেছে ইনস্টাগ্রাম।

গতানুগতিক মেসেজিং অ্যাপের তুলনায় নতুন ঘরানার অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের অবস্থান, কাজের ধরন বা গন্তব্যের হালনাগাদ তথ্য নির্দিষ্ট ব্যক্তিদের পাঠাবে। অর্থাৎ ব্যবহারকারীরা ঘরে না অফিসে আছে তা জানানোর পাশাপাশি নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে যাওয়ার তথ্যও জানাবে। এ জন্য ব্যবহারকারীদের আলাদা করে ছবি বা ভিডিও পোস্ট করতে হবে না। আগে থেকে ঘনিষ্ঠ বন্ধুদের তালিকা তৈরি করলেই হবে। শুধু তা-ই নয়, স্মার্টফোনে সেলফি ক্যামেরা কাজে লাগিয়ে ছবি বা ভিডিও করলেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ঘনিষ্ঠ বন্ধুরা দেখতে পাবেন। অ্যানড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে ব্যবহার করা যাবে অ্যাপটি।

সূত্র: ইন্টারনেট

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com