শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চীনে মোবাইল তৈরি বন্ধের ঘোষণা দিয়েছে স্যামসাং

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে, তারা আর চীনে মোবাইল তৈরি করবে না। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, চীনে শ্রমিকের মজুরি অনেক বেড়ে যাচ্ছে, সেখানকার অর্থনীতি শ্লথ হয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে এ সিদ্ধান্ত স্যামসাং নিয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের মানুষজন কম দামের মোবাইল কিনতে আগ্রহী। তবে যারা বেশি দাম দিয়ে কেনার সামর্থ্য রাখে, তারা আবার অ্যাপল কিংবা হুয়াওয়ে কেনে। সে কারণেও অস্বস্তিতে পড়েছে স্যামসাং।

জানা গেছে, চীনের হুইঝো এলাকায় থাকা ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে স্যামসাং। এছাড়া উৎপাদনের যন্ত্রপাতি অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে। এদিকে সনি সিদ্ধান্ত নিয়েছে, তারা বেইজিংয়ে মোবাইল কারখানা বন্ধ করে দেবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com