শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

জনপ্রিয় ২৯ অ্যাপে ক্ষতিকর ম্যালওয়্যার আবারও

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : গুগল প্লেস্টোরে থাকা ২৯টি জনপ্রিয় অ্যাপে ভয়ংকর ম্যালওয়্যারের সন্ধান মিলেছে। এরই মধ্যে অ্যাপগুলো গুগল প্লেস্টোর থেকে প্রায় এক কোটিবারেরও বেশি ডাউনলোড হয়েছে। প্রথম এ ম্যালওয়্যারের সন্ধান পান কুইক হেল সিকিউরিটি ল্যাবসের গবেষকরা। তাঁদের দাবি, অ্যাপগুলো ডাউনলোডের পর স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের হোমস্ক্রিনে শর্টকাট অপশন তৈরি করতে ব্যবহারকারীদের বাধ্য করে। পরবর্তী সময়ে শর্টকাটে ক্লিক করে অ্যাপগুলো চালু করলেই ডিভাইসে নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ডিভাইসের স্ক্রিনে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করে দাতাদের কাছে পাঠাতে থাকে। ডিভাইস থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলারও অনুরোধ জানিয়েছেন তাঁরা। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে নিজেদের অনলাইন স্টোর থেকে অ্যাপগুলো সরিয়ে ফেলেছে গুগল।

অ্যাপগুলো হলো—ফিল ক্যামেরা এইচডি, ফিল্টার ফটো ফ্রেম, লেন্স ফ্লেয়ারস, ম্যাজিক ইফেক্ট, কিউ আর কোড স্ক্যানার, সুপার মার্ক, ফটো ইফেক্ট প্র, আর্ট ফিল্টার, লাই ডিটেক্টর প্র্যাংক, নিউ হেয়ার ফ্যাশন, স্মার্ট ম্যাগনিফাইয়ার প্র, ম্যাগনিফাইয়ার প্র, ম্যাগনিফাইয়িং গ্লাস প্র, কাট কাট মিক্স, কাট কাট মিক্স প্র, গ্যালাক্সি ওভারলে, কালার স্প্ল্যাশ ফটো ইফেক্ট, এজ ফেস, ফটো ব্লার, ব্লার ইমেজ, সুপার ম্যাগনিফাইয়ার লাইট, ম্যাগনিফাইয়িং প্র, কিং ক্যামেরা, রিফ্লেক্স ক্যামেরা এইচডি, ফার্স্ট ক্যামেরা এইচডি, রিদম ক্যামেরা, প্রিটি মেকআপ ফটো, গ্লিচ লেন্স এবং মাল্টি অ্যাপস।

সূত্র : ইন্টারনেট

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com