শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নামাজ দীর্ঘায়িত করতে একাধিক সুরা পাঠ করা যাবে?

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সমাধান দিয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

প্রশ্ন : অনেকে শুক্রবারের নামাজে কিংবা ফজর নামাজে লম্বা সুরা পড়েন। আমাদের বড় সুরা মুখস্থ নেই। আমরা কি লম্বা সময় ধরে নামাজ পড়ার জন্য একত্রে একাধিক সুরা মিলিয়ে নামাজ আদায় করতে পারব?

—রেহানা বারী, ঢাকা।

উত্তর : ফরজ নামাজে সুরা ফাতেহার পর এক রাকাতে একাধিক সুরা মিলানো জায়েজ হলেও মিলানো অনুচিত। তবে নফল নামাজে একাধিক সুরা মিলানোতে কোনো অসুবিধা নেই।

(সূত্র : হাশিয়াতুত তাহতাভি, পৃ. ৩৫২, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৭/৯০)

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com