মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

 করোনা ভ্যাকসিনের নাম রাখতে চান’ হ্যাঙ্ক-সিন’

স্টাফ রিপোর্টঃ  করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন। করোনাজয়ের পর প্রাণঘাতি ভাইরাস প্রতিরোধে নিজেদের প্লাজমা বা রক্তরস দান করতে চান এই দম্পতি।

অস্কারজয়ী অভিনেতা হ্যাঙ্কস বলেন, ‘আমরা জানতে পেরেছি আমাদের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমাদের কাছে রক্তদান করার প্রস্তাব দেয়া হয়েছে। আমরাও নিজেদের প্লাজমা দান করতে আগ্রহী।’

তার প্লাজমা থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হলে, সেই ভ্যাকসিনের নাম কী হবে, তাও ঠিক করে ফেলেছেন টম হ্যাঙ্কস। ভ্যাকসিনের নাম ‘হ্যাঙ্ক-সিন’ রাখতে চান  ৬৩ বছর বয়সী এই অভিনেতা।

গত মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শ্যুটিং করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী রিটা উইলসন। তবে কীভাবে তারা আক্রান্ত হলেন, সে বিষয়ে একেবারেই অন্ধকারে এই তারকা দম্পতি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com