মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বিশ্বের সবথেকে মূলবান সুগন্ধি ব্যবহার করা হয় কাবা ঘরে

জিটিবি নিউজ ডেস্কঃ উচ্চ মর্যাদার কারণে হারাম শরীফ দেখাশোনা করার দায়িত্বে থাকা জেনারেল প্রিজি ডেনিসের পক্ষ থেকে বিশ্বের সবথেকে মূলবান সুগন্ধি ব্যবহার করা হয় কাবা ঘরে আল আরাবিয়া খবরে বলা হয়, ‘উদথেকে তৈরি করা এই সুগন্ধি কাবা ঘর, হজরে আসওয়াদ তথা কালো পথর, মুলতাজাম এবং কাবা শরীফের গেলাফে মাখানো হয়

কাবা ঘরকে সুগন্ধযুক্ত রাখার জন্য ২৪ ঘন্টা সুগন্ধি স্প্রে ছিঁটানো হয় এবং দিনে বার মূল্যবান আতরটি মাখানো হয়হারামাইন কর্তৃপক্ষের মতে কাবা কাবার খামে সুগন্ধি মাখানো পুরস্কার তথা সওয়াব অর্জনের কাজ। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরে সুগন্ধি মাখানো তার পবিত্রতার অংশ। যেমন আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, তাওয়াফকারীদের জন্য আমার ঘর পরিষ্কার করুন

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com