বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৬৭ জন ॥ পাশের হার ৯৪.৮৫%

গাজী মহিনউদ্দিনঃ

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জে পাসের হার শততরা ৯৪.৮৫ ভাগ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪শ ৬৭ জন। উপজেলার ৩৩টি বিদ্যালয় থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ৫শ ৭০ জন। উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৩শ ৮৬ জন এবং অকৃতকার্য হয়েছে ১শ ৮৪জন।

জিপিএ-৫ এর দিক দিয়ে উপজেলার মধ্যে সেরা অবস্থানে রয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। শতভাগ পাসের হারের দিক দিয়ে বিদ্যালয়টি উপজেলার মধ্যে ১ম স্থানে রয়েছে।

এদিকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। এই প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ।

শতভাগ পাসের দিক দিয়ে এগিয়ে রয়েছে উপজেলার সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়।

উপজেলার ৩৩টি বিদ্যালয় থেকে ৩ হাজার ৫শ ৭০ জন অংশগ্রহণ করে পাস করেছে ৩ হাজার ৩শ ৮৬ জন ।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪শ ৬৭ জন । এ পেয়েছে ১ হাজার ২শত ৫জন। এ মাইনাস পেয়েছে ৬শ ৭৭ জন। বি পেয়েছে ৫শ ৯৩জন, সি পেয়েছে ৪ শত ২৩ জন, ডি পেয়েছে ২১ জন, অকৃতকার্য হয়েছে ১শ ৮৪জন। শতভাগ পাশ করেছে ৪বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৯০ ভাগের উপরে পাশের হার প্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা ২৭টি। পাশের হারের দিক সবচেয়ে পিছিয়ে রয়েছে রামপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির পাসের হার শতকরা ৭৮.৪০ ভাগ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com