বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে

। আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
কুয়াশার কারণে বিমান চলাচল, নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে এতে বলা হয়েছে।

আরো বলা হয়, আজ সকাল পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং কোথাও কোথাও ঠাণ্ডা অবস্থা বিরাজ করতে পারে।

আগামী তিনদিনের মধ্যে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com