মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আজান দিলে দোকান খেলা রেখে নামাজে যান দোকানদাররা, হারনোর বা চুরির কোনো ভয় নেই।

মেঘনা পোষ্ট ডেস্ক রিপোর্ট :

দিনাজপুর চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নে শান্তির বাজার নামের এক বাজরে আজান দিলেই সব দোকানি দোকান খোলা রেখেইে মসজিদে চলে যান নামাজ আদায়ের জন্য।

দোকান এভাবে খোলা রেখে গেলেও কোনো মালামাল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা আজ অবধি ঘটেনি। প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এভাবেই মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন দোকানিরা।

দোকানিরা জানান, প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে শান্তির বাজারে তারা এভাবেই আজান হলে নামাজের সময় দোকান খোলা রেখে মসজিদে চলে যান। আজ অবধি তাদের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেনি।

বাজারের কাঁচামাল ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, আমরা মুসলিম আমাদের নামাজ পড়তে হবে। আজান হলে দোকান খোলা রেখে মসজিদে নামাজে চলে যাই। হারনোর বা চুরির কোনো ভয় নেই।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com