বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত।

মোঃ হাসানুজ্জামানঃ

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২১’শের প্রথম প্রহরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সরকারী প্রোগ্রামে অংশ গ্রহন করেন সকল সাংবাদিকগন।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন,কার্যকরী সদস্য ফারুক আহমেদ চৌধুরী, মোঃ ফয়েজ আহমেদ, সহযোগী সদস্য মোঃ হাসানুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, মোঃ জসিম উদ্দিন, মোঃ হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল।

আলোচনা সভায় ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যাঁরা আমাদের মুখের ভাষা, মাতৃভাষা রক্ষা করতে পাকিস্থানী হানাদার বাহিনীর অতর্কিত হামলায় অকাতরে প্রাণ দিয়েছেন, যাঁদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা সূর্য পূবের আকাশে উঁকি দিয়েছিলো তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তরা বলেন, মহান স্বাধীনতার সূর্যটা লালিমায় পূর্ণ হয়েছিলো সেদিন, যেদিন তাঁদের বুকের তাজা রক্তে ঢাকার বুক রক্তিম হয়েছিলো। সেদিনের রক্তই আজকের স্বাধীনতা। আর ফিরে পেয়েছি আমাদের প্রাণের ভাষা বাংলাকে। আজ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা আরও বলেন, অমর একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। যে ভাষার জন্য জাতির উদীয়মান যুবকেরা অকাতরে প্রাণ দিতে পারে আজ সে ভাষাই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃত।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com