শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ.

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট

লালমনিরহাটের হাতীবান্ধায় ফেনসিডিলসহ জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজনকে করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধার সিংগীমারী এলাকায় পুলিশ তল্লাশি চালালে জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজন ও তার সহযোগী জুয়েলের কাছে থেকে ৩ বোতল ফেনসিডিল পায় পুলিশ।

পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিকেলে হাতীবান্ধা উপজেলার সিংগিমারী এলাকা থেকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নীলফামারী জেলার জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজন (২৬) ও তার সহযোগী জুয়েল।

এ বিষয়ে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বলেন, যদি এ ধরনের ঘটনা সে করে থাকে তাহলে ছাত্রলীগ কোনো দায়ভার নেবে না। সেই সঙ্গে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুজনকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com