মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীঞ্জের এন্নাতলীতে সম্পত্তিগত বিরোধের জেরে অসহায় পরিবারের উপর ইউপি সদস্যের হামলা! থানায় অভিযোগ

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট….
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামে সম্পত্তিগত বিরোধের জেরে
ইউপি সদস্য আতিকুল রহমান অসহায় পরিবারের উপর হামলার করার অভিযোগ উঠেছে।

এবিষয়ে ভুক্তভোগী হাজীগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেন।

৩ মার্চ রবিবার সকালে এন্নাতলী পাটওয়ারী বাড়ির সামনে চায়ের দোকানে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুল রহমানের নির্দেশ তার বড় ভাই শাহাবুদ্দীন সহ সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা দিয়ে আব্দুল জলিলকে মারাত্মকভাবে যখম করলে ঘটনাস্থল লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন । অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহত জলিল পাটওয়ারী এন্নাতলী পাটওয়ারী বাড়ির মৃত আমিন পাটওয়ারীর ছোট ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায় — ২ মার্চ শনিবার সকালে ৬ নং বড়কুল পূর্ব ইউয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুল রহমান হাজীগঞ্জ উপজেলার ২৪১ নং বড়কুল মৌজার সিএস ৪৮০ দাগের ১ ৫.৭ শতাংশ জায়গা মামলা চলমান থাকা স্বত্বেও জোর পূরক দখল করেন।

পরে এন্নাতলি পাটোয়ারী বাড়ির মৃত আমিন পাটোয়ারী ছোট ছেলে আবদুল রহিম পাটোয়ারী থানায় অভিযোগ ধায়ের করেন। রবিবার সকালে পাটওয়ারী বাড়ির সামনে আব্দুল জলিলে চা খেতে গেলে ইউপি সদস্য আতিকুল রহমানের নির্দেশ তার বড় ভাই শাহাবুদ্দীন সহ সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা দিয়ে আব্দুল জলিলকে যখম করে এতে তিনি ঘটনাস্থা লুটিয়ে পড়েন।

এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা যায় — ইউপি সদস্য আতিকুর রহমান নেতৃত্বে বড়কুল,এন্নাতলীসহ আশপাশের এলাকায় অবৈধ ভাবে জায়গা দখল , সহ নানা অপকর্মের সাথে লিপ্ত।

এবিষয়ে ভুক্তভোগী পরিবার জানান , তারা ইউপি সদস্য আতিকুল রহমানের অত্যাচারে অতিষ্ঠ , তারা এই ঘটনার ন্যায় বিচার চাই

৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আতিকুল রহমান জানান : মারামারি বিষয়টি সম্পুর্ন ভিত্তিহীন। আমি এমন কিছু করিনি

এই বিষয়ে ,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান , অভিযোগ পেয়েছি তদন্তে করে পূর্বতী ব্যবস্থা নিবো

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com