শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

চাঁদপুরের হাজীগঞ্জে ১৭ ই এপ্রিল বুধবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে
সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলের এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান

এসময় উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচির ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস স্কিমসহ এ কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।

সর্বজনীন পেনশন স্কিমের ৪টি পেনশন স্কিমে সর্বোচ্চ ও সর্বনিম্ন মাসিক পেনশন চিত্র তুলে ধরেন। সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশনের ধাপসমূহের স্ক্যাচ উত্থাপন করেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবপেইজ প্রদর্শিত করে বিস্তারিত আলোচনা করেন তিনি।

সরকারি চাকুরীজীবী ব্যতীত ১৮ থেকে ৫০ বছরের ও ক্ষেত্রবিশেষে তারও উর্ধ্ববয়সী বাংলাদেশী নাগরিকদের জন্য এ স্কিমগুলো প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বক্তব্য বলেন :দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিমের কার্যকর বাস্তবায়ন ও বহুল প্রচারের উদ্দেশ্য সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক , গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ, ব্যবসায়ীবৃন্দু ,১২ টি ইউনিয়নের উদ্যোগক্তা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com