বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কে এই নারী?

নুর মোহাম্মদ পাটোয়ারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামে নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ইউনিয়নের বেলঘর—নোয়াপাড়া সড়কের হাটখোলা বাড়ির পাশের খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় হোসেন বেপারী জানান, রাতে খালে কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।

লাশটি উদ্ধারের পর স্থানীয়রা কেউ সনাক্ত করতে পারেনি। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ শুক্রবার সকালে জানান, ওই নারীর পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। রাতেই ঘটনাটি তদন্তের জন্য হাজির হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের উপ—পরিদর্শক শামীম আহমেদ মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ—ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে জানান, ধারণা করা হচ্ছে তিনদিন ধরে লাশটি এই খালে পড়ে আছে। স্থানীয়রা কেউ যেহেতু লাশটির পরিচয় জানেন না, তাহলে সন্দেহ থাকছে। কেউ মেরে এখানে ফেলে গেছে কিনা তদন্তের মাধ্যমে সেটি বের করা হবে।

এদিকে পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, নারীর মৃতদেহের বেশিরভাগ অংশ পচে—গলে গেছে। তার পরিচয় সনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট নেয়া পর্যন্ত সম্ভব হয়নি। তারপরও তদন্ত কাজ অব্যাহত রয়েছে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com