মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে অভিযান চালিয়ে ৮৩ বস্তা সরকারি চাউল উদ্ধার

মো.মজিবুর রহমান রনি :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক দুইটি স্থান থেকে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

এ সময় চালের আরও আটটি খালি বস্তা উদ্ধার করা হয়।

গতকাল সোমবার রাত দশটার দিকে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানা তদন্ত ওসি মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে ২২ বস্তা সরকারি চাল, চালের আটটি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে ৬১ বস্তা সরকারি চাল উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চাল প্রধানমন্ত্রী দেওয়া উপহারের জিআর প্রকল্পের বরাদ্দ ছিল। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে এই চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেন।

এই ঘটনা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে।

সহকারী কমিশনার জানান, চাল উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। পুলিশ তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপশ শীল বলেন চাউল জব্দ করে থানায় রাখা হয়েছে এবং এ বিষয় তদন্ত চলছে তদন্তের পর অপরাধ প্রমানিত হলে মামলা করা হবে।
অভিযানে ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইনসহ পুলিশের একাধিক টিম উপস্থিত ছিল

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com