শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাসেলের থেকে পাওয়ার হিটিং শিখছেন আফিফ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : চলতি বিপিএলে বাংলাদেশের দুই তরুণ ব্যাটসম্যান আলোচনায় এসেছেন। দারুণ স্টাইলিশ ব্যাটিংয়ে নজর কেড়েছেন দুজনেই। তাদের একজন লিটন দাস এবং অন্যজন আফিফ হোসেন ধ্রুব। বিপিএলে এবার এখন পর্যন্ত ৫ ইনিংস খেলে আফিফ ১৯০ রান করেছেন ৩৮ গড়ে। স্ট্রাইক রেট ১৩২.৮৬। উইকেটে তাকে মনে হচ্ছে ভয়ডরহীন। খেলছেন দারুণ সব শট। আজ তিনি প্রকাশ করলেন এই পারফর্মেন্সের রহস্য।

মিরপুর শের-ই-বাংলায় আফিফের দল রাজশাহী রয়্যালস আজ কুমিল্লার বিপক্ষে ১৫ রানের জয় পেয়েছে। ওপেনিংয়ে নেমে আফিফ খেলেছেন ৩০ বলে ৪৩ রানের মারকাটারি ইনিংস। রাজশাহী রয়্যালসে এবার সতীর্থ হিসেবে আফিফ পেয়েছেন আন্দ্রে রাসেল, মালিক, রবি বোপারাদের, টি-টোয়েন্টির জগতে যারা বড় নাম। টুর্নামেন্ট শুরুর আগে আফিফ হোসেন বলেছিলেন, ক্যারিবিয়ান দানব রাসেলের থেকে পাওয়ার হিটিং শিখতে চান। এবার টুর্নামেন্টে নিয়মিতই দেখা যাচ্ছে তরুণ অল-রাউন্ডারের সেই ভাবনার প্রতিফলন।

টুর্নামেন্টজুড়ে আগ্রাসী ব্যাটিং করতে দেখা যাচ্ছে আফিফকে। ওপেনিংয়ে নামায় সুযোগটাও বেশি পেয়েছেন। নিজের পারফর্মেন্সের রহস্য নিয়ে সাংবাদিকদের আফিফ বলেন, ‘আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় অনেক জনই আছে। বোপারা আছেন। মালিক ভাই, বোপারা স্পিন ভালো খেলে। তাদের থেকে শেখার চেষ্টা করছি, স্পিন কিভাবে ভালো খেলা যায়। আর রাসেলের কিছু টেকনিক দেখছি, কেমন টেকনিক সে ব্যবহার করে পাওয়ার হিটিংয়ের জন্য। এই বিষয়গুলো খুব কাজে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com