শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বার্সেলোনার নতুন কোচ সেতিয়েন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এর্নেস্তো ভালভার্দেকে। তার জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিয়াল বেটিসের সাবেক ম্যানেজার কিকে সেতিয়েনকে। চলতি মৌসুমে বাকি সময়টার জন্য দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোররাতে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এ খবর নিশ্চিত করা হয়। অবশ্য সেতিয়েনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি।

ধারণা করা হচ্ছে, নতুন কোচ নিয়োগের আগে পর্যন্ত বার্সেলোনার দায়িত্বে থাকবেন সেতিয়েন। এজন্য এই চুক্তিটা হয়তো ৬ মাসের মতোই হবে।

উল্লেখ্য, ২০০১ সালে রেসিং ক্লাবের কোচ হিসেবে যাত্রা শুরু করেন কিকে সেতিয়েন। সেই মৌসুমেই দলকে দ্বিতীয় বিভাগ থেকে স্পেনের সর্বোচ্চ লীগে নিয়ে আসেন তিনি। এছাড়া রিয়াল বেটিসের মতো দলকেও পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে এই কোচের।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com