শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ২৯ হাজারের বেশি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বুধবার রাত পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৯ হাজার ৯৬০ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২০ লাখ ৩৫ হাজার ২৯৪ জন। তাদের মধ্যে বর্তমানে ১৪ লাখ ৮ হাজার ৭৪৬ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৪১৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৯৬ হাজার ৫৮৮ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ২৯ হাজার ৯৬০ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ২১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।রাজধানীর মহাখালী থেকে অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চারজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। এ ছাড়া এর মধ্যে ৭০ বছরের ওপরে দুজন, ৩৫ থেকে ৪০ বছরের একজন ও ৫০ বছরের ওপরে একজন চিকিৎসক মারা গেছেন।ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ৮৬৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com