রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বাংলাদেশের কাছে জমি চায়: সৌদি

মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন-বাংলাদেশে বিনিয়োগের জন্য ৬০০ একর জমি চায় সৌদি আরব। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন-বাংলাদেশে বিনিয়োগের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনমিক জোনে ৬০০ একর জমি চায় সৌদি আরব।

হাছান মাহমুদ জানান-চলতি বছরের জুনের পর সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশে আসবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন-জো বাইডেনের চিঠির পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরও দুদেশের সম্পর্ককে বহুমুখী করতে সহায়ক হবে।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন-বিএনপির কর্মসূচিতে তাদের কর্মীরা সাড়া দেয় না। রোজার মাসে কর্মসূচি দিলে কর্মী ও জনগণের তোপের মুখে পড়বে দলটি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com