শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদপুরে ঢাকা ফেরত মাদ্রাসা ছাত্র করোনায় আক্রান্ত

জিটিবি নিউজঃ ফরিদপুরে এক মাদ্রাসা ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিক্যাল কলেজের পিসিআর সূত্র বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ১৩ জন করোনা রোগী সনাক্ত হলো।

২০ বছর বয়সী ওই মাদ্রাসা ছাত্র ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ঢাকার কামরাঙ্গির চরে একটি মাদ্রাসায় পড়াশুনা করেন। ওই মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর সে সহ আরো সাতজন গত ২২ এপ্রিল বাড়িতে আসেন।

বৃহস্পতিবার সকালে শুধু তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাড়িটি বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আশেপাশের যাদের সাথে সে মিশেছে তাদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হবে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব ওই শিক্ষার্থীকে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালের করোনা বিশেষায়িত ইউনিটে নিয়ে এসে চিকিৎসা দেয়া হবে।

ফরিদপুরে এর আগে নগরকান্দা উপজেলায় চারজন, ভাঙ্গায় তিনজন এবং সদর, সদরপুর, চরভদ্রাসন, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় একজন করে মোট ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরে গেছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com