মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আমেরিকায় খসে পড়ল চীনের যন্ত্রযান

আন্তুর্জাতিক ডেস্কঃ অল্পের জন্য বেঁচে গেছে নিউইয়র্ক শহর, মহাকাশ থেকে ছিটকে পড়া চীনা রকেটের কয়েকটি টুকরোর ঘা থেকে  প্রযুক্তিভিত্তিক প্রকাশনা আর্স টেকনিকা জানায়, গত সোমবার চীনের যে রকেটটির ধ্বংসাবশে পৃথিবীতে ফিরে আসে তা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ঘা হানা থেকে মাত্র ১৫ থেকে ২০ মিনিট দূরত্বে ছিল 

এটির তিবে এতো বেশি ছিল যে নিউইয়র্কেও ঘা হানতে পারত। উৎক্ষেপণের এক সপ্তাহ পর অনিয়ন্ত্রিত হয়ে পৃথিবীতে ফিরে আসা ১০০ ফিট দীর্ঘ ওই রকেটটির একটি অংশ আটলান্টিক মহাসাগরে আঁচড়ে পড়ে। মহাকাশ বিজ্ঞানীরা জানান, এটি ভূপৃষ্ঠে ফিরে আসা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মহাশূন্য জঞ্জাল। কয়েকটি টুকরো আইভরি কোস্টে পাওয়া গেছেও বলে জানা যায়। মহাশূন্য যানের একটি ক্ষুদ্র টুকরো একটি ছোট বাসের সমান

লং মার্চ বি নামের রকেটটি উৎক্ষেপণ করা হয় গত মে। যেটি নতুন তৈরি চীনের ক্রু ক্যাপসুলের মডেল বহন করে নিয়ে যাচ্ছিলো। কক্ষপথে প্রায় এক সপ্তাহ ভ্রমণের পর রকেটের মূল অংশ অনিয়ন্ত্রিত অবস্থায় আবারও বায়ুমন্ডলে ফিরে আসে। প্রতি ঘন্টায় যার গতি ছিল কয়েক হাজার মাইল। হার্বাডের জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল মহাশূন্য কক্ষপথে জর রাখছিলেন। তিনি এক টুইট বার্তায় বলেন, ”১৯৯১ সালে স্যালুয়েট তনের পর এটিই সবচেয়ে বড় ভগ্নাংশ যা অনিয়ন্ত্রিত হয়ে পৃথিবীতে ফিরে আসল।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com