মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চরফ্যাশনে সাংবাদিক নির্যাতন বানারীপাড়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মো. সুজন মোল্লা,বানারীপাড়া: ভোলার চরফ্যাশনে অবৈধ চিংড়ি রেনু পোনা বিক্রির মূল হোতা লুৎফরের সন্ত্রাসী বাহিনীর হামলায় চার সংবাদকর্মী আহত হওয়ায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে বরিশালের বানারীপাড়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দরা। এ ব্যপারে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,নির্বাহী পরিষদের সদস্য এস এম গোলাম মাহমুদ

রিপন,সাইদুল ইসলাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,সহ-সভাপতি কাওসার হোসেন,কেএম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন, ইলিয়াস শেখ, জাহিন খালাসী,মামুন আহমেদ,যুগ্ম-সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,মোঘল সুমন শাফকাত,সজল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিকসহ নেতৃবৃন্দ। উল্লেখ্য সোমবার (২০ জুলাই) চরফ্যাশনের বেতুয়া ঘাটে চিংড়ি রেনু

পাচারের সংবাদ সংগ্রহ কালে রেনু পোনা বিক্রির মূল হোতা লুৎফর দেওয়ানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মাই টিভি (ভোলা দক্ষিণ) প্রতিনিধি, সিরাজ মাসুদ, দখিনের ক্রাইম পত্রিকার, বিশেষ প্রতিনিধি জিহাদুল ইসলাম, সাংবাদিক ইলিয়াছ ও কামরুন নাহার শিলাসহ চার সংবাদকর্মীকে আহত করে। এসময় তাদের সাথে থাকা ক্যামেরা,ল্যাপটপ নিয়ে যায় ও মাইক্রোবাস ভাঙচুর করে।

বানারীপাড়ায় ছাত্রলীগ নেতার কাছে বিএনপি নেতার ভাইয়ের চাঁদা দাবী

মো. সুজন মোল্লা,বানারীপাড়া: বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির তালুকদারের ভাই মাসুম তালুকদারের বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের কাছে চাঁদা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফোরকান আলী হাওলাদার জানান, উদয়কাঠি ইউনিয়নের শেরে বাংলা ব্রিজের অদূরে বিদ্যুতের সাব ষ্টেশন নির্মাণ কাজের বালু ভরাটের সাব কন্টাক্ট পান তিনি। বুধবার সকাল ১০টার দিকে তিনি সেখানে বালু ভরাট করতে গেলে উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির তালুকদারের ভাই মাসুম তালুকদার তাতে বাধা দেন। এসময় মাসুম তালুকদার ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারকে বলেন বালু ভরাটের কাজ যেহেতু তার এলাকার সেহেতু ওই কাজ তাকে ছেড়ে দিতে হবে অন্যথায় টাকা দিতে হবে। এনিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে। ওই সময়ের ঘটনার

ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম পোষ্ট করা আছে বলেও জানান,ফোরকান হাওলাদার। তিনি আরও জানান, চাঁদা দিতে অস্কীকার করলে এক পর্যায়ে সে দেখে নেয়ার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেণ। পরে ওই রাতেই বালুর আনলোড ড্রেজার মেশিনের ৬টি পাইপ ভেঙ্গে ফেলা হয়। ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারের ধারণা এ ঘটনার সঙ্গে মাসুম তালুকদার জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাসুম তালুকদার।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com