বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ধামইরহাটে আদিবাসী নারী ফুটবলারদের নিয়ে প্রমীলা ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

আবু মুছা স্বপন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বেনীদুয়ার মিশন মাঠে আদিবাসী নারী ফুটবলারদের নিয়ে প্রমীলা ফুটবল টূর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সকাল ৯ টায় বেনীদুয়ার যুব সংঘের উদ্যোগে ৮ টিমের এ খেলার উদ্বোধন করেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।

বেনীদুয়ার ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী’র সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বেনীদুয়ার আদিবাসী কিশোরী দল বনাম পত্নীতলার চাঁনপুকুর আদিবাসী কিশোরী দল অংশগ্রহণ করেন। রেফারী প্রণয় কিষ্কুর নেতৃত্বে এই ক্রীড়া শৈলী অনুষ্ঠানে সহকারী পাল পুরোহিত বাপ্পীক্রুশ, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, আন্তনী হেমব্রম, ওয়ার্ড আ’লীগ সভাপতি রফিকুল আতিক কনক, ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক

ইউপি সদস্য জোনাস মার্ডি, বেনীদুয়ার যুব সংঘের অন্যতম সদস্য পংকজ তপ্ন, শিশির মার্ডি, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেক, নারী নেত্রী ইমেলদা মারান্ডী প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় পত্নীতলা, জয়পুরহাট জেলার, দিনাজপুরের বিরামপুর, ঘোড়াঘাট রাাজশাহী সহ বিভিন্ন এলাকা থেকে আদিবাসী নারী ফুটবলার গণ অংশগ্রহণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল। বিকেল ৫ টায় চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এবং বিজয়ী দলকে ৮ হাজার ও বিজিত দলকে ৬ হাজার টাকা পুরস্কৃত করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com