মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের পাসপোর্ট জব্দ জরুরি

সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস পরিবারের সাত পরিচালক দুদকের মামলায় যে কোন মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারে তাদের পাসপোর্ট জব্দ জরুরী।

সোনালী লাইভ ইন্সুরেন্স কোম্পানি সাবেক সি.ই.ও  রাশেদ বিন আমান বিগত ডিসেম্বর মাসে নিজের শ্বশুর সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল কুদ্দুস কোম্পানি থেকে ১৮৮ (একশত আটাশি কোটি) টাকা মাত্র আত্মসাৎ এর প্রকৃত চিত্র ডকুমেন্টসহ দুদক, বিএফআইইইউ,বিসেক ও IDRA নিকট জমা দেন।

বর্তমানে হুদাভাসীর এন্ড কোং অডিট কার্যক্রম চলমান, প্রাথমিক পর্যায়ে আরো ৪০০ (চারশত কোটি) টাকা হুদাভাসীর রিপোর্টে পাওয়া গেছে। ইতিমধ্যে কুদ্দুসের পুরনো টাকা পাচারকারী CFOএম.এ হান্নান হিসাব বিভাগের ম্যানেজার, হাবিব, মোরসালিন, আলমগীর ও সানি সহ প্রকৃত হিসেবে রিপোর্ট অডিট করে দুদকের আইওকে প্রদান না করে ষড়যন্ত্রে লিপ্ত।

যদিও প্রকৃত অর্থ পাচারে ডকুমেন্ট দুদক, IDRA ও বিএফআইইউ,এর নিকট রক্ষিত।

এই কারণে দুদকের মামলার পরোয়ানার ভয়ে কুদ্দুসসহ পরিবারের স্ত্রী, পুত্র, পুত্রবধু, ২মেয়ে ও মেয়ের জামাই শেখ মোহাম্মদ ডেনিয়াল দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। তাই জরুরী ভিত্তিতে কুদ্দুস পরিবারের ৭ জনের পাসপোর্ট
জব্দ করা অতীব জরুরী

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com