শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কোভিড-১৯ দূর্যোগ মোকাবেলায় এবং ক্ষুদ্র চাষীদের সহায়তায় ৭১টি অধিক ফলণশীল উন্নত জাতের সবজি ফসলের বীজ নিয়ে বাংলাদেশে ইষ্ট ওয়েষ্ট সীডের নব যাত্রা

আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি: সবজি বীজের অন্যতম পথিকৃত প্রতিষ্ঠান ইষ্টওয়েষ্ট সীড সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাংলাদেশে তার নবযাত্রা ারু করেছে দেশের অন্যতম সেরা বীজ প্রতিষ্ঠান এসিআই সীডের সাথে যৌথ ভাবে। সর্বমোট ৭১ অধিক ফলণ শীল উন্নত জাতের বীজ ইতোমধ্যে কৃষি মন্ত্রনালয়ে নিবন্ধন করা হয়েছে বাজারজাত করনের জন্য, যার মধ্যে হাইব্রিড করলা-পালিপ্লাস, ঝিঙ্গা-বীর সুপার, মিষ্টিকুমড়া-সোনাবউ, শসা-তামিম প্লাস উল্লেখযোগ্য।

এয়াড়াও হাইব্রিড লাউসহ বিভিন্ন সবজি ফসলের অধিক ফলণশীল হাইব্রিড এবং উচ্চ ফলণশীল জাত রয়েছে যা বর্তমান প্যানডেমিক পরিস্থিতিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের অর্থনৈতিক ভাবে লাভবান করবে। এসকল জাতসমূহ বাংলাদেশে বিভিন্ন কৃষি-পরিবেশিক অঞ্চলে বিশেষ করে যশোর, ময়মনসিংহ, কুমিল্লা এবংচট্টগ্রামে উপযোগীতা ও উৎপাদশীলতা পরীক্ষার পর জাত নিবন্ধন করা হয়েছে।ইষ্টওয়েষ্ট সীডের ম্যানেজিং ডিরেক্টর দীলিপ রাজন তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, “ক্ষুদ্র চাষীরা এই দূযোগপূর্ন মুহুর্তে প্রতিনিয়ত বীজের গুন গতমান এবং উৎপাদিত পন্যের বাজারজাত

করনসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছেন। আমরা ইষ্ট ওয়েষ্ট সীড প্রতিকূল আবহাওয়া এবং রোগ ও পোকা মাকড় সহনশীলতার সাথে সাথে অধিকতর উৎপাদনশীল হাইব্রিড জাত বাজারজাত শুরু করেছি যা আমাদের চাষীদের আরো ভালো অভিজ্ঞতা দিবে। বর্তমান দূর্যোগপূর্ন সময়ে সবজি ফসল, উন্নয়নের এশটি বড় অংশীদার যাক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের অধিকতর বাজার মূল্যের সবজি উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক ভাবে আরো বেশি সাবলম্বী করে তুলবে। বাংলাদেশ ইষ্ট ওয়েস্ট সীডের জন্য একটি গুরুত্বপূর্ন মার্কেট।

”এসিআই সীডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, ডঃ এফ. এইচ. আনসারি বলেন, “আমরা বিশে^র সেরা সবজি বীজ প্রতিষ্ঠান ইষ্টওয়েষ্ট এর সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত যারাবিশে^ সবজি ফসলের উপরে গবেষণা ও উন্নয়নসহ বীজ উৎপাদন এবং বাজারজাত করনে পথিকৃত। বাংলাদেশের বীজ শিল্পে আমাদের দীর্ঘ পদচারনার অভিজ্ঞতা থেকে আশাকরছি এই যুগলবন্ধী বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের যুগোপযোগী জাত সরবরাহের মাধ্যমে সারা দেশে সবজি উৎপাদন এবং চাষীদের আয় বৃদ্ধিতেও সহায়তা করবে।

এই যুগলবন্ধী দেশের পরিবর্তিত জলবায়ু, বাজার এবং ভোক্তার চাহিদা মোতাবেক উন্নত প্রযুক্তির বীজ সরবরাহ করবে। ইষ্ট ওয়েষ্ট সীড বিশে^র অন্যতম পথিকৃত বীজ প্রতিষ্ঠান, যার সারাবিশে^ অত্যন্ত শক্তিশালী গবেষণা, উৎপাদন এবং বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্র রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি, বাংলাদেশের কৃষি উন্নয়নের সাথে সাথে কৃষকের জীবন যাত্রার মানউন্নয়নেওআমরা বিশেষ অবদান রাখতে পারবো।

”বিগত তিন দশকের অধিক সময় ইষ্টওয়েষ্ট সীড গ্রীষ্মপ্রধান সবজি বীজের গবেষণা, উৎপাদন এবং বিপণনে বিশে^ নেতৃত্ব দিয়ে আসছে। ২০১৯ সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ বিজয়ী ডঃ সায়মন গ্রুটের প্রতিষ্ঠিত ইষ্ট ওয়েষ্ট সীড বিশে^র ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের গুনগতমান সম্পন্ন বীজ প্রাপ্তিতে নিশ্চয়তা নিশ্চিতের স্বীকৃতি সরূপ ২০১৯ সালে গ্লোবাল একসেসটু সীড ইনডেক্স কতৃক বিশে^র ১ নম্বর বীজ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

 

তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবসে গাবতলীতে যুব ও ছাত্রদল এর উদ্যোগে দোয়া মাহফিল

আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদযোহর বগুড়ার গাবতলী থানা ও পৌর যুবদল-ছাত্রদল এর যৌথ উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিলে দোয়া মোনাজাত করা হয়।

মোনাজাতে অংশ নেন গাবতলী থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, মতিউর রহমান কামাল, বিএনপি নেতা আব্দুল হান্নান, আব্দুল লতিফ, গাবতলী থানা যুবদল এর সাবেক আহবায়ক একেএম আক্তারুজ্জামান লিটন, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল গনি, জাহিদুল ইসলাম, মোরশেদ আল আমিন লেমন, আশরাফুল ইসলাম, রুবেল মাহমুদ, লুৎফর রহমান, আসাদুল ইসলাম আসাদ, আবু

তাহের লিটন, যুবদল নেতা আনোয়ার হোসেন রিপন, জাহিদুল ইসলাম, খলিলুর রহমান, আব্দুল হান্নান, রেজাউল করিম রেজা, আব্দুর রাজ্জাক, আক্কাছ আলী, উজ্জল আহম্মেদ, ফুল মিয়া, গাবতলী থানা ছাত্রদল এর সাবেক আহ্বায়ক মহব্বত আলী, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, মাহমুদুল হাসান মোহন, রাঁঙ্গা মিয়া সুজন, আনোয়ার হোসেন, মাহফুজার রহমান, আবু জাফর, মালেক মোক্তাদির, শামীম হোসাইন, ছাত্রদল নেতা রাঁঙ্গা, উজ্জল, মিল্টন, সীমান্ত, মিল্লাত, বিপ্লব, রাহাদ, রহমান, রিপন, মাসুদ রানা, রবিউল ও শহিদুল প্রমূখ।

গাবতলীতে তারেক রহমানের ১৩তম কারা মুক্তি দিবস উপলক্ষে সভা ও দোয়া মাহফিল

আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাবতলী পৌর বিএনপি ও অঙ্গদল এ উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। গাবতলী পৌর বিএনপি আহবায়ক ডাঃ ছাবেদ আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও গাবতলী পৌরসভা মেয়র সাইফুল ইসলাম।

পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম পিন্টু, নুরুজ্জামান সজল, যুবদল নেতা হারুনুর রশিদ হারুন, তরিকুল ইসলাম, ছাত্রদল নেতা দৌলত, গণি, নাবিব ও মিঠু। এ সময় উপস্থিত ছিলেন পৌর

বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মতিউর রহমান মতি, আফছার আলী মিজু, আবু হাসনাত সাহিন, খোরশেদ আলম জুয়েল, বিএনপি নেতা টিপু, জ্যাক, ময়না, ভুটো, নূর, যুবদল নেতা নাছির উদ্দিন বুলবুল, নুরুল্লাহ আকন্দ, জিল্লুর রহমান, তাজুল ইসলাম, ইউনুছ, মামুন, শহিদুল, নিপুল, বাবু, ছাত্রদল নেতা শাওন, সুমন, ওহাব, ছনি, জিহাদ, সাব্বির, জুয়েল, মানিক, সজল, স্বেচ্ছাসেবকদল নেতা মোস্তফা কামাল কনক, শ্যামল তরফদার, শ্রমিকদল নেতা শফিকুল, রহেদুল ও আনিছার প্রমূখ।

গাবতলীর সোনাই খাল থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে কামরুজ্জামান বাবলু (৫৫) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ। উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের সোনাই খাল থেকে ওই ভাসমান লাশ উদ্ধার করা হয়।

কামরুজ্জামান বাবলু ওই গ্রামের মৃত জব্বার প্রাং এর ছেলে। জানা গেছে, গত ১লা সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করার জন্য বাড়ী হতে বের হন। এরপর আর বাড়ী ফেরননি। গতকাল বৃহস্পতিবার সকালে নিখোঁজ হওয়া ওই বৃদ্ধের লাশ সোনাই খালে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার মর্গে প্রেরণ করে। এ ঘটনায় বৃদ্ধের ছেলে সোহেল মাহমুদ বাদী হয়ে গতকাল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com