শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ধামইরহাটের কাজু বাদাম চাষ শুরু

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে রবেন্দ্র অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিক কাজু বাদাম চাষ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট পৌরসভার অন্তর্গত হাটনগর গ্রামের কৃষক মো.আব্দুল হাকিমের জমিতে কাজু বাদামের চারা রোপনের মাধ্যমে এ উপজেলার কাজু বাদাম চাষ শুরু হয়।

মুজিব বর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ ধামইরহাট জোনের আয়োজনে উপজেলার তিনটি পয়েন্ট হাটনগর,রুপনারায়ণপুর এবং সেননগর গ্রামে ৫০টি গাছের চারা রোপন করা হয়। এসব চারাগাছ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা,বিএমডিএ’র ধামইরহাট জোনের সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান,পৌর কাউন্সিলর আব্দুল হাকিম,কৃষক আবু ইউসুফ মুর্তুজা রহমান,আবু সাঈদ প্রমুখ।

ধামইরহাটে মাছের পোনা অবমুক্ত

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৯টি প্রাতিষ্ঠানিক এবং ১টি উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ পুকুরের এ মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা রাজস্ব খাত থেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবু সাঈদ,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.মাহবুবার রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আসাদুজ্জামান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহফুজুর রহমান,একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com