শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে ৩ বখাটে যুবক কর্তৃক জেএসসি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ৩ বখাটে যুবক মটর সাইকেল নিয়ে জেএসসি পরীক্ষার্থীর পথরোধ করে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলা শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ধাওয়াগীর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গুজিয়া বন্দরে একটি কোচিং সেন্টার থেকে প্রাইভেট পড়ে বাড়ী ফিরার সময় মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছিলে ধাওয়াগীর পাগলাপাড়া গ্রামের উজির আলীর ছেলে মোঃ পারভেজ (২০), ধাওয়াগীর মিয়াপাড়া গ্রামের হাম্মাদ

আলী বাদলের ছেলে মোঃ বিদ্যুৎ (১৯) ও ধাওয়াগীর পাগলাপাড়া গ্রামের আ: খালেক এর ছেলে মোঃ শাকিল (১৯) ওই ৩ বখাটে যুবক মটর সাইকেল দিয়ে বেরিগেট সৃষ্টি করে উত্ত্যক্ত করে। একপর্যায়ে তার শরীরে স্পর্শ করে, ধাক্কা দিয়ে মাটিে ফেলে দেয়। এসময় স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেলে বখাটেরা দ্রুত পালিয়ে যায়। বিষয়টি এলাকার প্রভাবশালী মহল ধামা চাপা দেওয়ার জন্য গত ৩দিন যাবৎ দেন দরবার চালিয়ে যাচ্ছে। এব্যাপারে

শিক্ষার্থীর মা লজিবা বেগম বলেন, আমরা গরীব মানুষ। আমার মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ওই তিন বখাটে যুবক মটর সাইকেল নিয়ে পিছু নেয়। একপর্যায়ে আমার মেয়ের শরীর স্পর্শ করে ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমি বখাটে যুবকদের বিচার চাই। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু বলেন, বিষয়টি জেনেছি, শিক্ষার্থীর পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করেছি। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, বখাটে যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com