শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ধামইরহাটে গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর দুপুর ১২ টায় ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা।

৩২ জন নারী ও ৩২ জন পুরুষের সমন্বয়ে মোট ৬৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। গত ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যাপী জাহানপুর এস.সি উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন প্রাণি সম্পদ কর্মকর্তা ইমরান আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে আজ দুপুরে সকল প্রশিক্ষনার্থীকে ১৫ শত টাকা ভাতা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com