শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ডিমলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পুলিশের মত বিনিময় সভা

সুজন মহিনুল, বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৮ অক্টোবর)বিকেলে ডিমলা থানার আয়োজনে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মহিত কুমার রায়,সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র রায়,ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন ,পশ্চিম ছাতনাই ইউনিয়ন পূজা মন্ডপের সভাপতি শ্রী গুরু দয়াল অধিকারী প্রমুখ। এছাড়াও সভায় বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া,নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম
লেলিন,টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার,উপজেলার ৭৫ টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক,ডিমলা থানার পুলিশ,গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com