শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মধুমাসে ফরিদপুরে আয়োজন করা হয়েছে ফল উৎসবের

খাঁন মোঃ আঃ মজিদ ফরিদপুর জেলা প্রতিনিধি,
ঋতুচক্রে গ্রীষ্ম সবসময়ই রোমাঞ্চকর। এই ঋতুতে রয়েছে নানা স্বাদের ফলের বাহারি সমাহার।
এ সময়ের দেশীয় ফলের স্বাদ আস্বাদন করতে কার না মন চায়? তাই মধুমাসে ফরিদপুরে বর্ণমালা স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফল উৎসবের।
জেলা সদরের কানাইপুরে স্কুল প্রাঙ্গণে এ ফল উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন সংস্কার সমাজ কল্যাণ সংঘের সভাপতি সানজানউর রহমত। এ সময় বর্ণমালা স্কুলের পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ফল উৎসবে আম, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, লিচু, জামরুল, পেঁপে, পেয়ারা, কলাসহ প্রায় ১২ রকমের ফল ছিল।
স্কুলের শিক্ষিকা মাহিয়া রহমান মেঘনা শিক্ষার্থীদের ফলগুলোর পরিচিতি ও গুণাবলী সম্পর্কে ধারণা দেন। এরপর ফলগুলো কেটে খাওয়ানো হয়। উৎসবে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষিকা নুসরাত জাহান ইমু।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com