বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

জাবি অধ্যাপকের নিখোঁজ ছেলের সন্ধানে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম সা’দতের দশম শ্রেণি পড়ুয়া ছেলে শামসুল আরেফিন সাদ গত ছয়দিন ধরে নিখোঁজ। তাকে খুঁজে পেতে সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পরিবেশ বিভাগের কয়েকজন শিক্ষক।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালকের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জামাল উদ্দিন বলেন, অধ্যাপক ড. এ এইচ এম সা’দতের প্রথম সন্তান শামসুল আরেফিন সাদ গত ৯ জুন ভোর ৬টায় বাসায় কাউকে না জানিয়ে বেরিয়ে যায়। সারাদিন উৎকণ্ঠায় থাকার পর সন্ধ্যায় ছেলে বাসায় না ফিরলে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি জানায়। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে ছেলেটিকে খোঁজার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি। নিখোঁজ ছেলেটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাদ সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তার বয়স ১৬, উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি। সাদ তথ্য-প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রাখে।

এদিকে, সন্তানকে খুঁজে পেতে সাভারের আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাদের বাবা অধ্যাপক এ এইচ এম সা’দৎ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com