শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের অ্যাপারেল প্লাস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ওই কারখানার সাত তলা ভবনের চার তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন ওই ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর এবং আগুন লাগার কারণ জানা যায়নি।

এদিকে কারখানাটির পক্ষ থেকে জানানো হয়, আগুনের খবরে শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com