বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বেচে গেলো মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু

মাগুরায় মার্তৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসায় ঘটেছে বলে মনে করেন না তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এ ঘটনা অভ্যন্তরীণ কোন্দল না সামাজিক কোন্দলে ঘটেছে আপনারা তা অনুসন্ধান করে তুলে ধরবেন। আমি মনে করি না, এটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে।’
মাগুরায় যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ মা নাজমা খাতুন ও তার শিশুকে দেখতে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তথ্যমন্ত্রী।
হাসপাতালে তথ্যমন্ত্রী সোমবার পৌনে ৩টার দিকে প্রবেশ করেন। ৪৫ মিনিট অবস্থান করে ‘বুলেটকন্যা’ ও তার মাকে দেখে ডাক্তারদের সঙ্গে আলাপ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
খোঁজখবর নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি আরও বলেন, “ডাক্তারদের কাছ থেকে শুনলাম চিকিৎসা পদ্ধতিতে তাদের শরীরের অনেক উন্নতি হয়েছে। শিশুটি আগের থেকে অনেক ভাল হলেও শঙ্কামুক্ত নয়। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীও বলেছেন, ‘আসামি যে-ই হোক তাকে ছাড় দেওয়া হবে না।”
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল দেখে, মুখ দেখে প্রশাসন কাজ করে না। অপরাধ যেই করুক কেউ পার পাবে না।’
এ সময় উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com