শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বন্যার্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: বন্যাকবলিত এলাকায় সরকারিভাবে ত্রাণ তৎপরতা আরও বাড়াতে হবে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

এছাড়া বন্যার্তদের পাশে থাকতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান। শনিবার (১৮ জুন) এক বিবৃতিতে এ নির্দেশ দেন তিনি।

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার পানিবন্দি লাখ লাখ মানুষের সীমাহীন কষ্টে আন্তরিক সমবেদনা জানিয়েছেন জি এম কাদের।

তিনি বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে লাখো মানুষের মধ্যে হাহাকার উঠেছে। কিছু জায়গায় খাদ্য সংকট প্রকট। বন্যার্তদের কাছে শিশুখাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী। এমন অবস্থায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com