মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়ায় জাগোহিন্দু পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ও জল শরবত সেবার উদ্বোধন

কচুয়া প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়ার সাচারে জাগোহিন্দু পরিষদের উদ্যোগে ভারতীয় উপমহাদেশের অন্যতম দ্বিতীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে শুক্রবার সকালে ফ্রি মেডিকেল ও জল শরবত সেবা দেওয়া হয়েছে।

জেএসপি জাগোহিন্দু পরিষদের কচুয়া উপজেলা শাখা সভাপতি ও চাঁদপুর জেলা কমিটি মিডিয়া বিষয়ক সম্পাদক শান্তুু ধরের সভাপতিত্বে ও সদস্য সচিব গোপাল দাস জয়ের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প জল শরবত সেবা উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির,জেএসপি জাগোহিন্দু পরিষদের কচুয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক।এসময় বক্তব্য রাখেন, ওসি মো. মহিউদ্দিন,গীতা জেএসপি জাগোহিন্দু পরিষদের কচুয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মানিক ভৌমিক, প্রিয়তোষ পোদ্দার,আবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রানধন দেব,সাচার জগন্নাথ ধাপ পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বাবু বটু কৃষ্ণ বসু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com