মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাড়ি আমদানীতে রেকর্ড গড়েছে মোংলা বন্দর

খুলনা প্রতিনিধি :

পদ্মা সেতু চালু হওয়ার ফলে আগামীতে মোংলা বন্দর অতীতের সকল রেকর্ড অতিক্রম করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দরে ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ২১ হাজার ৪৮৪ টি গাড়ি আমদানি হয়েছে।এই সময়ে চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে ১৩ হাজার ৯১৩টি গাড়ি। ফলে চট্টগ্রামের চেয়ে প্রায় ৭৫৬৯ টি গাড়ি বেশি এসেছে মোংলায়। দেশের মোট আমদানির ৬৪ শতাংশ এসেছে মোংলা বন্দর দিয়ে। আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে ৪০ শতাংশ গাড়ি। আমদানি বৃদ্ধির কারণ হিসেবে বন্দরে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি ৪টি সুনির্দিষ্ট কারণের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের এই কর্মকর্তা সর্ট মোঃ মোস্তফা কামাল,পরিচালক ট্রফির মোংলা বন্দর থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তার ৫২ শতাংশ আসে গাড়ি আমদানি করা গাড়ি থেকে। চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৯৩০ কোটি টাকা। এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় হবে বললেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সিংক -১-বন্দর চেয়ারম্যান পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে এ বন্দরের দূরত্ব হবে ১৭০ কিলোমিটার। অপরদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ঢাকার দূরত্ব ২৬০ কিলোমিটার ফলে আমদানি-রপ্তানিকারকরা বাণিজ্যিক স্বার্থে ব্যাবসায়ীরা মংলা বন্দর ব্যবহার করবেন বললেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা জেলা প্রশাসক মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ৮ হাজার ৮৫২ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে সংসদ অধিবেশনে বললেন মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর দীর্ঘ পথ পরিক্রমায় নানা সমস্যা মোকাবিলা করে বর্তমানে পণ্য আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পদ্মা সেতু চালু হওয়ার ফলে অতীতের সকল রেকর্ড অতিক্রম করে এগিয়ে যাবে দেশের দ্বিতীয় এই সমুদ্র বন্দরটি এমনটাই প্রত্যাশা সকলের।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com