মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মোহাম্মদ শহীদ হোসেন

 ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুন/২০২২ মাসে পুলিশ হেড কোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

১৭ জুলাই চাঁদপুর পুলিশ লাইন্স, ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় চাঁদপুর জেলার পুলিশ সুপার মো: মিলন মাহমুদ!এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় জুন/২০২২ মাসে পুলিশ হেড কোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়ে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) হিসেবে মনোনীত হন ফরিদগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত মোহাম্মদ শহীদ হোসেন। এছাড়া শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে মনোনীত হন ফরিদগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত প্রদীপ মন্ডল। পরে তারা চাঁদপুর জেলার পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম(বার) মহোদয়ের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

মাসিক এই কল্যান সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল) মো; সোহেল মাহমুদ পিপিএম, সহকারি পুলিশ সুপার(মতলব সার্কেল) মো: ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার(কচুয়া সার্কেল)মো: আবুর কালাম চৌধুরীসহ চাঁদপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রেস্ট গ্রহণ শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিক-সির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com