মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে ভাটিয়ালপুর মাঝি বাড়িতে শ্রীশ্রী মনসাদেবী ও অষ্টনাগ পূজা

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জ পৌরসভাধীন ভাটিয়ালপুর মাঝি বাড়িতে শ্রীশ্রী মনসাদেবী ও অষ্টনাগ পূজা সম্পন্ন হয়েছে। ১৬ জুলাই শনিবার শ্রীশ্রী মনসা দেবীর অধিবাস ও মনসা দেবীর পদ্ম পুরান পাঁচালী পাঠের মধ্য দিয়ে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। ১৮জুলাই সোমবার রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ দলীয় নৃত্য ও আরতী প্রতিযোগিতার মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্দির কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মানিক চন্দ্র দাস মঙ্গল জানান, ভাটিয়ালপুর মাঝি বাড়ি যুব সংঘ কর্তৃক আয়োজিত সার্বজনীন এই উৎসবটি ১৬১তম সার্বজনীন উৎসব। ১৭ জুলাই রোববার শ্রীশ্রী মা মনসা দেবীর অষ্টনাগ পুজা আরম্ভ হয়।

এছাড়া এদিন সকালে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা, দুপুরে শ্রীশ্রী শীতলা পুজা, বিকেলে ধর্মীয় আলোচনা, রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৮জুলাই সোমবার শ্রীশ্রী মা মনসা দেবীর সমাপনী অনুষ্ঠান ও ল²ীন্দর বিসর্জন ছাড়াও সকালে র‌্যালী, দুপুরে পদ্মপুরান পাঠ, রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দলীয় নৃত্য ও আরতী প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রত্যহ পূজা শেষে বক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com