শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বারুয়াখালী যাওয়ার এক মাত্র সহজ পথ হলো এই রাস্তা

জামালপুর প্রতিনিধি :

জামালপুর সদর উপজেলা নরুন্দি থেকে বারুয়াখালী যাওয়ার এক মাত্র সহজ পথ হলো এই রাস্তা।

নরুন্দি হয়ে আমরিতলা বাজার হয়ে যেতে হয় বারুয়াখালী বাজার এ।

অনেক বছর রাস্তা টি কাঁচা থাকলেও কয়েক বছর হল রাস্তাটি পাকাকরণ করা হইয়াছে।

রাস্তাটি পিচ ঢালাইয়ের সময় নানা রকম অনিয়ম-দুর্নীতির চিত্র উঠে এসেছিল।

রাস্তাটি পিচডালাই শেষ হলেও এই ছোট ব্রিজ টি মেরামত বা নতুন করে করা হয় নাই,এই ব্রিজ এর মাঝখানে ভেঙে গেছে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত ইজিবাইক, ট্রাক পাইভেটকার ও নানা ধরনের যানবাহন চলাচল করে।
কয়েক জন্য ইজিবাইক এর চালক এর সাথে কথা বললে জানা যে, এই ব্রিজ টা রাস্তা পাকা করার আগে থেকে ভাঙ্গা রয়ছে।

তারা আরো বলেন যে আগে তো চলাচল করা যেতো না।

এখন তো আমরা ভয়ে ভয়ে চলাচল করি, কখন জানি ভেঙ্গে যায় ,তারা আরো জানায় এই খানে প্রায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।

যেসব চালক এই রাস্তায় নতুন আসেন মূলত তারাই বেশি দুর্ঘটনা কবলে পড়ে।

নরুন্দি বাসি এবং সকল সাধারণ মানুষের দাবী। এই ছোট ব্রিজ বা ক্যালভাট টি অতি তাড়াতাড়ি করে নতুন একটি ব্রিজ স্থাপন করে মানুষের জীবন এর ঝুঁকি থেকে বাচানোর দাবি জানিয়েছে সকল জনসাধারণ ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com