বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাউজানে শেখ কামালের জন্মবার্ষিকীতে পৌরসভায় আলোচনা সভা

রাউজান প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার আয়োজনে আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ আগষ্ট শুক্রবার রাউজান পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, সমাজ সেবক নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে ক্যাপ্টেন শেখ কামালের ভূমিকা জাতি কখনো ভুলবে না। অথচ যারা এদেশ স্বাধীন করেছেন তারা স্বাধীনতার সুফল বেশিদিন ভোগ করতে পারেনি দৃষ্কৃতিকারীদের জন্য। শেখ কামাল বেঁচে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেতো। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে এ দেশকে পাকিস্তানি নীল নকশা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু আল্লাহর রহমতে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রাণে বেঁচে দেশের হাল ধরেছেন। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেতাদের একজন।দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে।’ পরে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মতিন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com