রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নিখোঁজ কবিরাজ জাফর আহাম্মদ এর সন্ধানে পিবিআই

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী) গ্রামের নিখোঁজ হওয়া কবিরাজ জাফর আহাম্মদ (৬৫) এর সন্ধান করছে পিবিআই। কবিরাজ জাফর আহাম্মদ গত দেড় বছর পূর্বে নিখোঁজ হলেও অদ্যাবধি তার সন্ধান মিলেনি।

মামলা সূত্রে জানা যায়, জাফর আহাম্মদ (৬৫), পিতা— মৃত আনা মিয়া, সাং—পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী), থানা— রামগঞ্জ, জেলা— লক্ষ্মীপুর কবিরাজী করেন। তিনি প্রতিদিন সকাল ০৮.০০/০৮.৩০ টায় ঘর হতে বের হয়ে রামগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় আসা যাওয়া করতেন।

প্রতিদিনের ন্যায় গত ০২ জুলাই ২০২২ইং তারিখ সকাল ০৮.৩০ টায় বাড়ী হতে করিবাজী চিকিৎসা করার জন্য বরে হয়ে আর ফেরত আসে নাই। তার ছেলে তোফায়েল আহম্মদ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে রামগঞ্জ থানার জিডি নং— ১৩৬, তাং—০৩/০৭/২০২২ ইং মূলে নিখোঁজ ডায়রী করেন।

পরবর্তীতে তোফায়েল আহম্মদ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন (মামলা নং— ১৯, তাং— ২৫/০৭/২০২২ ইং)। মামলাটি তদন্তকালে থানা পুলিশ ভিকটিমের কোন সন্ধান পায় নাই। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার

পিবিআই’তে ন্যাস্ত হওয়ার পর থেকে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিদুল আলম, পিবিআই নোয়াখালী জেলা মামলাটি তদন্ত করছেন। মামলাটির রহস্য উদঘাটনের জন্য ভিকটিমের সন্ধান পাওয়া অত্যান্ত জরুরী।

ভিকটিমের শারীরিক বর্ণনাঃ

১। নাম ও বয়সঃ জাফর আহাম্মদ (৬৫)
২। পিতার নামঃ মৃত আনা মিয়া
৩। ঠিকানা ও পেশা: সাং—পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী), থানা— রামগঞ্জ, জেলা— লক্ষ্মীপুর, পেশা— কবিরাজ।
৪। পোষাকঃ লুঙ্গি, লাল রংয়ের চেক শার্ট।
৫। হারানোর তারিখ: ০২/০৭/২০২২ইং তারিখ সকাল ০৮.৩০ ঘটিকা হইতে বিকাল ০২.০০ ঘটিকার মধ্যে
৬। নিখোঁজ হওয়া ব্যক্তির সর্বশেষ অবস্থানঃ নিজ বাড়ী।
৭। উচ্চতা ও শারীরিক গঠন, মুখমন্ডলঃ উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, শারীরিক গঠন— মাঝারী, মুখমন্ডল— লম্বাটে, মুখে দুই ইঞ্চি পরিমান কাচাপাকা দাড়ি, গোফ আছে।
৮। চুল ও গায়ের রং: কালো।
৯। ভাষাঃ লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে।
১০। শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেনী পর্যন্ত।

যোগাযোগঃ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিদুল আলম, পিবিআই নোয়াখালী জেলা, মোবাইলঃ ০১৭৯১—৬৩২৪৪২।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com