বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রামু সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত

 বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

রবিবার (০৭ আগষ্ট ২০২২) ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ১৭ পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় ইউপি সার্জেন্ট মোঃ কায়ছার হামিদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি (ই) মোঃ সুজন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল মোঃ ফখরুল আহ্সান, বিএসপি, এনডিইউ, পিএসসি, এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় কক্সবাজার অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০১ আগষ্ট ২০২২ তারিখ হতে শুরু হওয়া উক্ত ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com