মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাউজান পৌরসভাকে পরিবেশ-দূষণমুক্ত রাখতেই অপচনশীল আবর্জনা ক্রয় কার্যক্রম চলমান রয়েছে

রাউজান প্রতিনিধিঃ

রাউজান পৌরসভাকে পরিবেশ-দূষণমুক্ত রাখতেই রাউজান পৌর পরিচ্ছন্ন কর্মীরা ও পৌর এলাকায় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন।

পৌরসভার উদ্যোগে প্লাস্টিক,পলিথিন ও অপচনশীল ময়লা আবর্জনা ক্রয় কার্যক্রম চলমান রয়েছে।প্রতিদিন কিনা হচ্ছে বিভিন্ন এলাকায় পড়ে থাকা অপচনশীল ময়লা আবর্জনা।দরিদ্র পরিবারের নারী- পুরুষ ও পথশিশুরা রাউজান পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ময়লা আবর্জনা কুড়িয়ে বস্তা ভর্তি করে নিয়ে আসেন রাউজান পৌরসভার সামনে মাঠে।বসে ময়লা আবর্জনার হাট।

তাদের কাছ থেকে প্রতি প্লাষ্টিকের বস্তা ভর্তি ময়লা আবর্জনা ২শত টাকা দিয়ে কিনেন মেয়র জমির উদ্দিন পারভেজ।এছাড়াও প্রতিদিন পৌর এলাকার কোথাও না কোথাও বসে ময়লা আবর্জনার বেচা-কেনার হাট।সেখানে গিয়ে মেয়র বস্তা ভর্তি এসব ময়লা আবর্জনা কিনে নেয়।

গতকাল রাউজান পৌরসভার সামনে নিয়ে আসা কয়েক’শ বস্তা ময়লা আবর্জনা কিনেন মেয়র।রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর, এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব অপচনশীল ময়লা আবর্জনা টাকা দিয়ে ক্রয় করে পৌরসভার নির্দিষ্ট স্থানে মজুদ করে রাখ হচ্ছে।প্রতি সপ্তাহে দুইদিন পৌরসভার ভবনের সামনে বসে অপচনশীল ময়লা আবর্জনার হাট।পরিচ্ছন্ন,পরিবেশ বান্ধব,আধুনিক ও মডেল পৌরসভা গড়ার এই কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com